ময়মনসিংহে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে পুলিশসহ ২০ জন আহত
- আপডেট সময় : ০৪:৫৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
- / ১৬১৫ বার পড়া হয়েছে
সরকারের পদত্যাগ দাবিতে বিএনপি-জামায়াত ও সমমনা দলের ডাকা ১০ দফা অবরোধের শেষ দিনে দেশের বিভিন্ন জেলায় পিকেটিং ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও সহযোগি সংগঠন।ময়মনসিংহের নান্দাইলে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত অন্তত ৩০ জন। অবরোধ সমর্থকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার সেল ছোঁড়ে পুলিশ।
ময়মনসিংহের নান্দাইলে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে পুলিশসহ ২০ জন আহত হয়েছে। সকালে উপজেলার মাজার বাসস্ট্যান্ড এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে বিএনপি মিছিল নিয়ে বের হলে পুলিশ বাধা দেয়। এসময় নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়তে থাকে করতে থাকে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছোঁড়ে।
চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল,পিকেটিং ও রাস্তায় আগুন দিয়ে বিক্ষোভ করেছে বিএনপি’র নেতাকর্মীরা। সকালে আনোয়ারার চাতুরি চৌমুহনী এলাকায় মিছিল শেষে পিএবি সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়।
কুমিল্লা নগরীর উনাইসারে একটি জুতা তৈরীর প্রতিষ্ঠানের স্টাফ পরিবহনের বাসে আগুন দিয়েছে দূবৃত্তরা।
গেলো রাত ৮টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের ডাক্তার মোড়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।
সিরাজগঞ্জের শাহজাদপুর-পাবনা মহাসড়কের টেটিয়ারকান্দায় স্লোগান দিয়ে ব্রয়লার মুরগির বাচ্চাবাহী কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ভ্যানের সামনের অংশ ও কয়েক হাজার মুরগির বাচ্চা পুড়ে গেছে।
সিলেটে কদমতলী বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নাশকতাকারীদের ধরতে অভিযান চলছে।
দিনাজপুরে চাল বোঝাই চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মধ্যরাতে বীরগঞ্জে চলন্ত ট্রাকে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় একদল দুর্বৃত্ত।
জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সদর থানা বিএনপি।
বরিশালের কাশীপুর বাজার সংলগ্ন ঢাকা – বরিশাল মহাসড়কে অবরোধের সমর্থনে মিছিল ও পিকেটিং হয়।
অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে সেনবাগ উপজেলা স্বেচ্ছাসেবকদল ।