ময়মনসিংহে তাবলিগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা
- আপডেট সময় : ০২:৪৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২
- / ১৬২৩ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ইজতেমা উপলক্ষে একই স্থানে তাবলিগ জামাত ও এর বিদ্রোহী গ্রুপ জড়ো হওয়ার ঘোষণা দেয়ায় সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
ফুলবাড়ীয়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, উপজেলার ফুলবাড়ীয়া-ময়মনসিংহ সড়কে চকরাধাকানাই ইজতেমা মাঠে ২১, ২২ ও ২৩ ডিসেম্বর ইজতেমা হবে। এর আগেই তাবলিগ জামাত সমর্থক ও বিদ্রোহী গ্রুপ একই দিনে উপস্থিত হওয়ার ঘোষণা দেয়। ইতোমধ্যে উত্তেজনা দেখা দেয়ায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। তিনি আরো জানান, কেন্দ্রীয় অনুমতি ছাড়াই চকরাধাকানাই মারকাজের উদ্যোগে বাংলাদেশ আহলে হাদিস তাবলিগে ইসলামের ব্যানারে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমার আহ্বান করে স্থানীয় তাবলিগ জামাতের বিদ্রোহীরা। আবার মারকাজ আওতাভুক্ত ৫০টি মসজিদের তাবলিগ কর্মীরা কেন্দ্রীয় আমিরের অনুমতি নিয়ে একই দিনে একই জায়গায় ইজতেমার ডাক দেন। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা ১৪৪ ধারা জারি করা হয়েছে।