ময়মনসিংহের তারাকান্দায় ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত
- আপডেট সময় : ০৯:৫৩:১০ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪
- / ১৬৭২ বার পড়া হয়েছে
ময়মনসিংহের তারাকান্দায় ছুরিকাঘাতে মাসুম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঢাকার আশুলিয়ায় কাইচাবাড়ি এলাকায় সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করেছেন স্বামী।
ময়মনসিংহ তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী জানান, গতরাতে ঘাতক জহির কথা কাটাকাটির এক পর্যায়ে মাসুমের পেটে ছুরিকাঘাত করে।পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জহিরকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে ঢাকার আশুলিয়ায় কাইচাবাড়ি এলাকায় সাবেক স্ত্রী মিমকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করেছেন স্বামী। গতকাল বিকেলে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, পরিবারিক কলোহের জেরে তর্কবিতর্কের এক পর্যায়ে হাতাহাতি হয়। ক্ষোভের বশবর্তী হয়ে সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর নিজেও আত্মহত্যা করেন ঘাতক স্বামী। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।