ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ী সড়ক যেন মরণফাঁদ
- আপডেট সময় : ১১:৩৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
- / ১৬৩২ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ী সড়কটি যেন একটি মরণফাঁদ। ছোট বড় খানাখন্দে ভরা রাস্তাটি পথচারীদের ফেলছে চরম দুর্ভোগে। প্রায় ঘটছে দুর্ঘটনা। ক্ষতির মুখে পড়েছেন পরিবহন ও ব্যবসায়ী প্রতিষ্ঠান। প্রকল্পের মেয়াদ কয়েক দফায় বাড়লেও কাজ বন্ধ আছে ভূমি অধিগ্রহণ জটিলতায়। সড়ক বিভাগ বলছে, মামলা নিষ্পত্তি হলেই সড়কের কাজ শুরু করবে ঠিকাদার প্রতিষ্ঠান।
ছোট বড় অসংখ্য খানাখন্দে ভরা ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ি সড়ক। ১৫ কিলোমিটারের সড়কটির তিন কিলোমিটার কাজ আটকে আছে ভূমি অধিগ্রহণ জটিলতায়।
দফায় দফায় বেড়েছে প্রকল্পের মেয়াদ, সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে জনদুর্ভোগ। হাসপাতালে যাওয়ার একমাত্র সড়ক হওয়ায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। ব্যবসায় মন্দা পড়েছে দোকানীদের।
এদিকে রাস্তাটি ভাঙা থাকায় নষ্ট হচ্ছে যানবাহন। আর্থিক ক্ষতিতে পড়ছেন পরিবহন মালিক ও শ্রমিকরা।
ভূমি অধিগ্রহণের জটিলতায় কাজ বন্ধ রয়েছে। মামলা নিষ্পত্তি হলেই কাজ শুরু করবে ঠিকাদার প্রতিষ্ঠান।এমনটাই বলছে সড়ক বিভাগ।
২০২০ সালে ১১৫ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে শুরু হওয়া সড়কের কাজ শেষ হবার কথা ছিল এ বছর। অথচ প্রকল্পের মেয়াদ বেড়েছে আরো দুই বছর।