মন্ত্রী ও সংসদ সদস্যরা ঢাকা সিটি নির্বাচনে সমন্বয়কের দায়িত্ব পালন করতে পারবেন না

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
নির্বাচনী বিধি অনুযায়ী মন্ত্রী ও সংসদ সদস্যরা ঢাকা সিটি নির্বাচনে সমন্বয়কের দায়িত্ব পালন করতে পারবেন না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।
আওয়ামী লীগের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। তবে নির্বাচনী এলাকায় ঘরোয়া অনুষ্ঠান করলেও প্রার্থীর পক্ষে ভোট চাইতে পারবেন না তারা বলেও জানান নুরুল হুদা। অন্যদিকে প্রতিনিধি দলের নেতৃত্বদানকারী আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনে ইসিকে সর্বাত্মক সহযোগিতা দেবে আওয়ামী লীগ। বর্তমানে তোফায়েল আহমেদ ঢাকা উত্তর সিটি নির্বাচনে আর আমির হোসেন আমু ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। তারা দু’জনেই সংসদ সদস্য।