মধ্যরাত থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অনেক রাস্তা বন্ধ রাখার সিদ্ধান্ত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩
- / ১৫৭১ বার পড়া হয়েছে
আখেরি মোনাজাতের জন্য মধ্যরাত থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অনেক রাস্তা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
১২টার পর থেকে টঙ্গী-কামারপাড়া রোড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগরা বাইপাস পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহন গাবতলী দিয়ে কোনাবাড়ি হয়ে চলবে। অন্যদিকে, ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে ভোগরা বাইপাস দিয়ে ৩০০ ফুট রাস্তা ব্যবহার করে চলাচল করতে বলা হয়েছে। ধর্মপ্রাণ মুসল্লিদের যাতায়াত সুগম করতে এ নির্দেশনা দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।