মধ্যরাতে শেষ হচ্ছে ১৬১ ইউনিয়ন ও ৯ পৌরসভা নির্বাচনের প্রচারণা
- আপডেট সময় : ০৫:১৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১
- / ১৫১৫ বার পড়া হয়েছে
মধ্যরাতে শেষ হচ্ছে প্রথম ধাপে স্থগিত ১৬১ ইউনিয়ন পরিষদ ও ৯টি পৌরসভা নির্বাচনের প্রচার-প্রচারণা। সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলবে ভোট গ্রহণ। বিএনপি অংশ না নিলেও অনেক জায়গায় আছে আওয়ামী লীগের একাধিক প্রার্থী। আচরণবিধি ভঙ্গের পাল্টা-পাল্টি অভিযোগও রয়েছে। তবে গ্রহণযোগ্য নির্বাচনের আশ্বাস দিচ্ছে কমিশন।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ছ’টি ও হাতিয়ার তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। তবে, উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচনী প্রচারণা। ঘর-বাড়ি, ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে রয়েছে পোস্টারের ছড়াছড়ি।
যশোরের নওয়াপাড়া পৌরসভায় শেষ মুহুর্তে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। বিএনপির কোন প্রার্থী নেই। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা। প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ অস্বীকার করেছে আওয়ামী লীগের প্রার্থী।
তবে, শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোটে আগ্রহ নেই সাধারণ ভোটারদের।
এদিকে, ভোটারের মন জয়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন ফেনীর সোনাগাজী পৌরসভার চার মেয়র প্রার্থী। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের বিষয়ে আশাবাদী সবাই।
সাতক্ষীরার তালা ও কলারোয়া উপজেলার ২১টি ইউনিয়নে নির্বাচন হবে। এর মধ্যে ৪টিতে ইভিএমে ভোট নেয়া হবে। কর্মীদের উপর হামলা, মাইক ভাঙচুর ও পোস্টার ছেঁড়ার অভিযোগ করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা। তবে, কঠোর অবস্থানে রয়েছে বলে জানান, পুলিশ।
এলাকার উন্নয়নে শান্তিপূর্ণ নির্বাচনে যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে চান ভোটাররা।