মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে বিভিন্ন স্থানে রোজা পালন শুরু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ফরিদপুরের বোয়ালমারীর ১২ গ্রামের কয়েক হাজার মুসলমান পবিত্র রমজানের রোজা রাখা শুরু করেছেন। পড়েছেন তারাবির নামাজ।
ভোরে সেহরি খেয়ে রোজা রাখা শুরু করেন তারা। এলাকাবাসী জানান, বোয়ালমারী উপজেলার ১২ট গ্রামের কয়েক হাজার মানুষ ১৯২৮ সাল থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশের সঙ্গে মিল রেখে অগ্রীম রমজান এবং দু’টি ঈদ পালন করছেন। জেলা পরিষদ সদস্য ও শেখর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, এটা তাদের দীর্ঘদিনের রেওয়াজ। কিছু মানুষ দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করেন।
দেশে প্রচলিত নিয়মের একদিন আগেই কিশোরগঞ্জের পাকুন্দিয়া গ্রামের শতাধিক মুসলিম নারী-পুরুষও ভোর রাতে সেহেরি খেয়ে রোজা রেখেছেন।