মঞ্চে ওঠা নিয়ে বরিশাল সিটি নৌকা প্রতীকের মেয়রপ্রার্থী খোকন সেরনিয়াবাতের সামনেই দুই গ্রুপের মারামারির ঘটনা ঘটেছে। গেলরাতে রাত সাড়ে ৮টার দিকে নগরীর ১০নম্বর ওয়ার্ড বান্দ রোড সাউথ কিং রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।
এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে দাবি করেন উভয়পক্ষ। আহতদের মধ্যে সুমন, সিদ্দিক, নুরজামাল, সানি ও মনিরের নাম পাওয়া গেছে। এছাড়া দুই নারীসহ আরও তিনজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন বলে জানা গেছে। ১০নম্বর ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী দুই কাউন্সিলর প্রার্থী জয়নাল আবেদিন ও এটিএম শহিদুল্লাহ কবিরের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। কাউন্সিলর প্রার্থী জয়নাল আবেদিন জানান, উঠোন বৈঠকে তাদের কর্মী-সমর্থকরা যোগ দিলে শহিদুল্লাহ লোকজন বিনা কারণেই হামলা চালায়। তারা ৮/৯ জনকে মারধর করে আহত করেন। তবে শহিদুল্লাহ জানান, জয়নাল আবেদিন ও তার সমর্থকরা মঞ্চে ওঠাকে কেন্দ্র করে তার সমর্থকদের ওপর হামলা চালায়।