মঞ্চে ওঠাকে কেন্দ্র করে বরিশাল উঠোন বৈঠকে সংঘর্ষ
- আপডেট সময় : ০১:৩৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩
- / ১৮২৭ বার পড়া হয়েছে
মঞ্চে ওঠা নিয়ে বরিশাল সিটি নৌকা প্রতীকের মেয়রপ্রার্থী খোকন সেরনিয়াবাতের সামনেই দুই গ্রুপের মারামারির ঘটনা ঘটেছে। গেলরাতে রাত সাড়ে ৮টার দিকে নগরীর ১০নম্বর ওয়ার্ড বান্দ রোড সাউথ কিং রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।
এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে দাবি করেন উভয়পক্ষ। আহতদের মধ্যে সুমন, সিদ্দিক, নুরজামাল, সানি ও মনিরের নাম পাওয়া গেছে। এছাড়া দুই নারীসহ আরও তিনজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন বলে জানা গেছে। ১০নম্বর ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী দুই কাউন্সিলর প্রার্থী জয়নাল আবেদিন ও এটিএম শহিদুল্লাহ কবিরের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। কাউন্সিলর প্রার্থী জয়নাল আবেদিন জানান, উঠোন বৈঠকে তাদের কর্মী-সমর্থকরা যোগ দিলে শহিদুল্লাহ লোকজন বিনা কারণেই হামলা চালায়। তারা ৮/৯ জনকে মারধর করে আহত করেন। তবে শহিদুল্লাহ জানান, জয়নাল আবেদিন ও তার সমর্থকরা মঞ্চে ওঠাকে কেন্দ্র করে তার সমর্থকদের ওপর হামলা চালায়।















