মঙ্গলবার প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
টি-টুয়েন্টি বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে ওমান থেকে এখন আরব আমিরাতে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে মঙ্গলবার প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।
কালকের প্রস্তুতি ম্যাচে অংশ নিতে আজ অনুশীলন করেছে টাইগাররা। আইপিএল খেলে এরই মধ্যে দলের সাথে যোগ দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কার পর ১৪ই অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে আরও একটি প্রস্তুতি খেলবে রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। প্রস্তুতি ম্যাচ শেষে ওমানে ফিরে যাবে দল। ১৭ অক্টোবর বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ১৯ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ স্বাগতিক ওমান। সবশেষ ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ রয়েছে মাহমুদউল্লাহ বাহিনীর।