মঙ্গলবার থেকে ঢাকার বস্তিতে করোনার টিকা দেয়া শুরু করবে সরকার। প্রথমদিন দেয়া হবে কড়াইল বস্তিতে। পর্যায়ক্রমে টিকা কার্যক্রম শুরু করা হবে গার্মেন্টসগুলোতেও। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, অধিকাংশ মানুষকে টিকার আওতায় আনার পর দ্বিতীয় ডোজ নিয়ে চিন্তা করবে সরকার। মন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য করোনার মৃত্যু শূন্যের কোঠায় নামিয়ে আনা।
করোনার টিকা পরিবহনের জন্য বাংলাদেশকে ৪টি ফ্রিজার ভ্যান উপহার দিয়েছে ইউএসএইড। মাইনাস ৭০ ডিগ্রি তাপমাত্রায় ভ্যাকসিন পরিবহনে সক্ষম এই ফ্রিজারগুলি। মহাখালিতে বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ান্স অ্যান্ড সার্জন্সে আনুষ্ঠানিকভাবে ফ্রিজার বুঝে নেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার পরিস্থিতি এখন স্বস্তিদায়ক পর্যায়ে আছে। জানান, সাড়ে আট কোটি মানুষ এরই মধ্যে টিকা পেয়েছেন। জানুয়ারির মধ্যে সিংহভাগ মানুষকে টিকার আওতায় আনা সম্ভব হবে বলে মনে করেন মন্ত্রী। মঙ্গলবার থেকে বস্তিতে শুরু হচ্ছে টিকা কার্যক্রম।
বলেন, করোনা নিয়ন্ত্রণে থাকায় বিভিন্ন দেশের রেড লিস্ট থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ।বুস্টার ডোজের বিষয়ে সরকারের অবস্থান পরিস্কার করেন জাহিদ মালেক।
প্রতিদিন ১৫ লাখ মানুষ টিকার আওতায় আসছেন, জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চলতি মাসে ৩ কোটি মানুষকে টিকা দেয়া হবে।