ভয়াবহ রূপে সিলেটের বন্যা পরিস্থিতি
- আপডেট সময় : ০৮:১৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২
- / ১৭৭৩ বার পড়া হয়েছে
টানা বৃষ্টি ও উজানের ঢলে সিলেটের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। সুরমাসহ জেলার সব নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। অনেক এলাকার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে লাখ লাখ মানুষ। রানওয়েতে পানি ওঠায়, বন্ধ ঘোষণা করা হয়েছে ওসমানী বিমান বন্দরে ফ্লাইট ওঠানামা। ২৫ জুন পর্যন্ত স্থগিত করা হয়েছ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা। উদ্ভুত পরিস্থিতিতে ত্রাণ ও উদ্ধার তৎপরতায়, মাঠে নামানো হয়েছে সেনাবাহিনী। মেয়র বলছেন, সমস্যা সমাধানে কাজ করছে সিটি করপোরেশন। আর পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বন্যার্তদের জন্য ত্রাণ পাঠানো হয়েছে।
সুরমা-কুশিয়ারার পানি বেড়ে সিলেট মহানগরীর পাশাপাশি জেলার ১৩টি উপজেলার বন্যা পরিস্থিতি ভয়ানক রূপ ধারণ করেছে। সুরমা নদীর পানি কানাইঘাটে বিপদসীমার ১২৩ সেন্টিমিটার এবং সিলেট পয়েন্টে ৮১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি ক্রমাগত বাড়ছে।
সিলেট সদর, গোয়াইনঘাট,কানাইঘাট, জকিগঞ্জ, কোম্পানীগঞ্জ, বালাগঞ্জ,বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ, জৈন্তাপুর ও বিশ্বনাথ উপজেলার বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। রানওয়েতে পানি ওঠার কারণে, ওসমানী বিমান বন্দরে বিমান ওঠানামা বন্ধ করে দেয়া হয়েছে। সিলেটের সঙ্গে সুনামগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায়, প্রশাসনকে সহায়তা করার জন্য সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।এরই ম্যে তারা সিলেটের বিভিন্ন এলাকায় বন্যর্তদের সহায়তায় কাজ শুরু করেছে।
সিলেটের বন্যা নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষন কেন্দ্র জানিয়েছে, সুরমার মতোই কুশিয়ারার পানি ফেঞ্চুগঞ্জ, কাশিমপুর ও শেরপুর পয়েন্টে এবং সারি নদীর পানি সারিঘাট পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার অন্য নদ-নদীর পানিও ক্রমশ বাড়ছে।
কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট ও সদর উপজেলার পুরো এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। এসব এলাকার শত শত শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি অফিসে পানি ঢুকে পড়ায় স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।এসবএলাকার লাখ লাখ মানুষ চরম দুর্ভোগে রয়েছে।
সিলেট নগরীর তালতলা, জামতলা, সোবহানীঘাট, মেন্দিবাগ, উপশহর, কালীঘাটসহ বেশ কয়েকটি এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার রাস্তাঘাট, বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে। সিলেটের সবচেয়ে বড় পাইকারি বাজার কালীঘাটের দোকান তলিয়ে যাওয়ায় ব্যবসা-বাণিজ্যে স্থবির হয়ে গেছে।
বন্যাত্যদের জন্য সিটি করপোরেশন কাজ করছে বলে জানান মেয়র।
বানভাসী মানুষের দু:খ, দুর্দশা লাঘবে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
একমাসেরও কম সময়ের ব্যবধানে সিলেটে নতুন করে বন্যায় চরম ভোগান্তিতে বানভাসি মানুষ।