ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্রের মলডেন শহরের ৮০ শতাংশ ভস্মীভূত
- আপডেট সময় : ০৯:০০:৫২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০
- / ১৬১৮ বার পড়া হয়েছে
ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের মলডেন শহরের ৮০ শতাংশ বাড়িঘর এবং ডাকঘর, সিটি হল, লাইব্রেরি ও ফায়ার স্টেশন পুড়ে গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
মঙ্গলবার দমকল বাহিনী ও জরুরি বিভাগের কর্মীরা শহরটিতে উদ্ধার অভিযান চালায়। রোববার দুপুরে মলডেনে আগুনের সূত্রপাত ঘটে। কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে মাত্র শ’ তিনেক বাসিন্দার এই শহরটির বাড়ি বাড়ি গিয়ে লোকজনকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেয়। ঘণ্টায় ৪০ মাইল বেগের বায়ুপ্রবাহে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই আগুন পুরো শহরে ছড়িয়ে পড়ে। দাবানলের সঙ্গে ওই এলাকাগুলোর তাপমাত্রাও হু হু করে বেড়ে যায়। লস অ্যাঞ্জেলসের সান-ফার্নান্দো ভ্যালির পশ্চিমাংশের তাপমাত্রা এরই মধ্যে ৪৯ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। জলবায়ু পরিবর্তনজনিত কারণে সাম্প্রতিক বছরগুলোতে ক্যালিফোর্নিয়ায় একের পর এক মারাত্মক দাবানল ঘটছে বলে জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর।


























