ভয়ঙ্কর এক বিস্ফোরণে কেঁপে উঠল নাইজেরিয়ার একটি শহর । ওই বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত ও অনেক হতাহতের খবর পাওয়া গেছে ।
নাইজেরিয়ার লাগোসের আবুলে আদো এলাকার পাইপলাইনের কাছে প্ল্যান্টে এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে নাইজেরিয়ার ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশন । বার্তা সংস্থা রয়েটার্স জানায়, রোববার সকালে প্ল্যান্টে জড়ো করে রাখা কিছু সিলিন্ডারকে একটি ট্রাক ধাক্কা দিলে এ বিস্ফোরণ ঘটে । ভয়াবহ বিস্ফোরণে ৫০টিরও বেশি ভবন ধসে পড়েছে । বিস্ফোরণে প্ল্যান্ট ও এর আশপাশের এলাকা ধোঁয়ায় ছেয়ে যায়। এ সময় অনেক উৎসুক মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন। দমকল বাহিনীর সদস্যরা ছুটে এসে আগুন নেভাতে শুরু করেন। বিস্ফোরণে আহতদের লাগোসের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন নাইজেরিয়ার ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির ইব্রাহিম ফারিনলোয়ে।