ভোলা মাগুরা ও নেত্রকোনায় বিভিন্ন দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ০৬:৩৫:২০ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
ভোলা, মাগুরা ও নেত্রকোনায় আলাদা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ভোলার গ্যাস ভোলায় চাই, ঘরে ঘরে গৃহস্থীর গ্যাস চাই’ এই স্লোগানে ভোলায় বসতবাড়িতে গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন হয়েছে। এ সময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী দক্ষিণাঞ্চলে গৃহস্থলীর গ্যাস অগ্রাধিকার ভিত্তিতে সংযোগ দেয়ার দাবি জানায় বক্তারা।
মাগুরায় ৩ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ, মিছিল ও স্মারকলিপি দিয়েছে গণকমিটি মাগুরা জেলা শাখা। সকালে শহরের প্রেসক্লাবের সামনে চৌরঙ্গী মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেয়া হয়।
নেত্রকোনার দুর্গাপুর ইউপি নির্বাচনে মেনকীফান্দা কেন্দ্রের ফলাফল বাতিল করে পুনঃনির্বাচনের সিদ্ধান্তের বিরুদ্ধে মানববন্ধন ও মিছিল করেছে ইউনিয়নবাসী।
স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন হয়েছে। সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শফিকুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।