ভোলা নর্থ-টু কূপে গ্যাসের সন্ধান পেয়েছে বাপেক্স। সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় রাষ্ট্রিয় এই প্রতিষ্ঠান। যেখান থেকে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রীডে যুক্ত করার আশা করছে বাপেক্স।
বাপেক্সের মালিকানাধীন এই গ্যাসক্ষেত্রের দ্বিতীয় কূপ এটি। এর আগে ২০১৮ সালে ভোলা নর্থ-ওয়ান কূপে গ্যাসের সন্ধান পাওয়া যায়। বাপেক্স জানায়, গেল বছরের ৫ ডিসেম্বর এই কূপ খনন শুরু হয়। ১৭ জানুয়ারি মাটির ৩ হাজার ৪২৮ মিটার গভীরতায় সফলভাবে খনন কার্যক্রম সম্পন্ন হয়। আনুসাঙ্গিক পরীক্ষা নিরীক্ষা শেষে গতকাল রাতে কূপে গ্যাসের অবস্থান নিশ্চিত করে খনন কাজে নিয়োজিত রাশিয়ার কোম্পানী গ্যাজপ্রম। বাপেক্স জানায়, কূপে ৩ হাজার ৭০০ পিএসআই প্রেসার পাওয়া যাচ্ছে। তবে কি পরিমাণ গ্যাসের মজুদ আছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। চুড়ান্ত প্রোডাকশন টেস্টিং শেষে এই কূপ হতে গ্যাস উৎপাদন হার নির্ণয় করা হবে। তবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার ব্যাপারে আশার কথা জানায় বাপেক্স।