ভোলার বোরহানউদ্দিনে সহিংস ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে ৩ সদস্যের তদন্ত কমিটি
- আপডেট সময় : ০২:৪০:৪১ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯
- / ১৭৫২ বার পড়া হয়েছে
ভোলার বোরহানউদ্দিনে সহিংস ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে ৩ সদস্যের তদন্ত কমিটি।
সকালে ভোলা জেলা প্রশাসকের কাছে ১৫ পৃষ্ঠার একটি প্রতিবেদন জমা দেন কমিটির প্রধান স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহমুদুর রহমান। এ তথ্য জানিয়েছেন ভোলার জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। ২০ তারিখে তদন্ত কমিটি গঠনের পর দুইদিন সময় বাড়িয়ে শনিবার তদন্ত শেষে প্রতিবেদন জমা দেয় কমিটি। গেল ১৮ অক্টোবর রাতে বিপ্লব চন্দ্র বৈদ্য নিজের ফেসবুক আইডি হ্যাক হওয়ায় ঘটনায় বোরহানউদ্দিন থানায় জিডি করে। এসময় বিপ্লবের নম্বরে ফোন করে তার কাছে চাঁদা দাবি করা হয়। সে রাতেই বিপ্লবের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক ও চাঁদা দাবির দায়ে শরীফ এবং ইমন নামে দুই যুবককে আটক করা হয়। কিন্তু ওই আইডি থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী কুৎসা রটনার ঘটনাকে কেন্দ্র করে সমাবেশ ডাকে ‘তৌহিদি জনতা’। এতে বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত হন।