ভোলায় জনপ্রিয় হয়ে উঠেছে নদীতে খাঁচায় মাছ চাষ
- আপডেট সময় : ০২:২৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
- / ১৫০৮ বার পড়া হয়েছে
জনপ্রিয় হয়ে উঠেছে ভোলার নদীতে খাঁচায় মাছ চাষ। দিন দিন বেড়েছে এই মাছের চাহিদা, তাই চাষিরাও বেশ লাভবান হচ্ছে। তাই, অন্য পেশার অনেকেই ঝুকেছে এই পদ্ধতির মাছ চাষে। কৃষি বিভাগ বলছেন, দেশের মাছের চাহিদা মিটানোর পাশাপাশি বেকারত্ব দূরীকরনের ভূমিকা রাখবে এই পদ্ধতির মাছ চাষ।
খোলা নদীতে মাছ চাষে মাতোয়ারা, থৈথৈ জলে খুশির ধারা। এই খুশি যেনো ভোলার ৫’শো অসহায় পরিবারের। গ্রামীন জন উন্নয়ন সংস্থার সহযোগিতায় বহমান নদীতে খাঁচায় মাছ চাষ করে অতিরিক্ত আয় করে পরিবারের খরচ যোগাচ্ছেন তারা। এতে নিজের আয়ের পাশাপাশি অতিরিক্ত আয় পেয়ে পরিবার পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারছেন।
মাছ চাষিরা জানান, নদীর বহমান পানিতে মাছ চাষ করায় মাছের রোগ বালাই কম, তাই খরচ তেমন নেই। এই মাছ খেতেও সুস্বাদু হওয়ায় বাজারে চাহিদা বেশি।
ভোলার বিশাল জেলে সম্প্রদায়ের অনেকেই নদী শিকস্তি, একটা সময়ে জেলেরা কর্মহীন হয়ে পড়ে।এদের বিকল্প আয় করার জন্য তারা অসহায়ের খাচা দিয়ে এ সহায়তা করেছেন বলে জানান উন্নয়ন সংস্থার এ কর্মকর্তা।
খাচায় মাছ চাষ অনেকটাই সম্ভাবনা ক্ষেত্র তৈরি হয়েছে বলে জানান, জেলা মৎস্য কর্মকর্তা।
এসব খাচায় চাষ হচ্ছে মনোসেক্স তেলাপিয়া, সরপুটি ও কার্প জাতীয় মাছ। সরকারি ভাবে সহায়তা দিলে মাছের চাহিদা মেটানোর বড় ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের।



















