ভোলায় গ্রেনেড ও দেশীয় অস্ত্রসহ একজন আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৭:০৪ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
- / ১৭০২ বার পড়া হয়েছে
ভোলায় বাংলাদেশ কোস্টগার্ড এবং পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে গ্রেনেড ও দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করেছে।
গেলরাতে সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পশ্চিম চরপাতা গ্রাম থেকে সুজন নামের ঐ ব্যক্তিকে আটক করা হয়। বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ সকালে এ বিষয়ে প্রেস ব্রিফিংয় করেন। তিনি জানান, আটকৃত সুজন দীর্ঘদিন এলাকায় চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধ করে আসছিলো। আটকের সময় তার কাছ থেকে ৩ টি গ্রেনেড, ১ টি চাইনিজ ছুরি ও ৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করে থানায় জমা দেয়া হয়।