বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেছেন, ভোট চুরি করে আবারো ক্ষমতায় যেতে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহারের পাঁয়তারা করছে সরকার। রাজধানীতে এক সমাবেশে তিনি বলেন, রাজনৈতিকভাবে পরাজিত আওয়ামী লীগ আইন শৃংখলা বাহিনীর উপর ভর করে ক্ষমতায় টিকে আছে। আর বিএনপির চলমান আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন ঘটানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম।
বিএনপি ঘোষিত দশ দফা দাবি আদায়ে আন্দোলনের অংশ হিসেবে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়র্স এসোসিয়েশন অফ বাংলাদেশ।
এতে অংশ নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায় আব্দুস সালাম অভিযোগ করেন, সময় শেষ টের পেয়ে সরকার, বিএনপির নেতাকর্মীদের উপর গুলি চালাচ্ছে।
প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, বিদেশের সম্পদ করার উৎসব করছে আওয়ামীলীগ।
বিএনপির সমাবেশের পালটা কর্মসূচি দেয়ায় আওয়ামী লীগর সমালোচনা করেন তিনি।
ভয় দেখিয়ে বিএনপির আন্দোলন বন্ধ করা যাবে না বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী।