ভোট কেন্দ্রের চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশ হচ্ছে আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৫৮ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশ হচ্ছে আজ। মাঠপর্যায়ের অফিসগুলো থেকে এই তালিকা প্রকাশ করা হবে।
জানা গেছে, চূড়ান্ত হওয়া খসড়ার এই তালিকা ২৪ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে পাঠাবেন মাঠ কর্মকর্তারা। এগুলো দেখে নির্বাচনের অন্তত ২৫ দিন আগে চূড়ান্ত ভোটকেন্দ্র তালিকার গেজেট প্রকাশ করবে কমিশন। ইসির যুগ্ম সচিব আব্দুল বাতেন বলেন, ভোটকেন্দ্রের খসড়া তালিকা চূড়ান্ত করার পর কেউ চাইলে মাঠপর্যায়ের অফিসে গিয়ে এই তালিকা দেখতে পারবেন। এবার চূড়ান্ত খসড়ায় মোট ভোটকেন্দ্র কতটি হলো তা বিকেল নাগাদ জানা যাবে বলে জানান তিনি।