ভোটের পরিকল্পনা প্রত্যাখ্যান বিএনপি’র

- আপডেট সময় : ০৭:৪৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ বিএনপি মানে না বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচন জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি। এদিকে, এক সংবাদ সম্মেলনে রুহুল কবীর রিজভী বলেন, জনগণের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করছে সরকার। নির্বাচনের আগে আওয়ামী সরকার এই অপতৎপরতায় ব্যস্ত থাকে।
জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে সম্মিলিত ছাত্র যুব ফোরাম।
এই সময় বিএনপি নেতারা বলেন সরকার পতনের আগ পর্যন্ত তারা রাজপথে থাকবেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেন, খালেদা জিয়া অসুস্থতার জন্য সরকারের ষড়যন্ত্র দায়ী।
অনুষ্ঠানে বিএনপির স্থানীয় কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ মানে না বিএনপি। আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও জানান তিনি।
এদিকে বিকালে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী দেশের বিভিন্ন জেলা উপজেলায় নেতাকর্মীদের গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানান। এসময় রিজভী অভিযোগ জানান, সরকারের নীল নকশা বাস্তবায়নে রাষ্ট্রীয় সংস্থাগুলো কাজ করছে।