ভোটের দিন পর্যবেক্ষক ও সাংবাদিকদের বাধা দিলে ৭ বছরের কারাদন্ড
- আপডেট সময় : ০৮:০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
- / ১৬২৯ বার পড়া হয়েছে
নির্বাচনের সময় গণমাধ্যমকর্মী ও পর্যবেক্ষকের বৈধ কাজে বাধা দিলে ২ থেকে ৭ বছরের সশ্রম কারাদণ্ডের বিধান রেখে গণপ্রতিনিধিত্ব সংশোধনী আইন ২০২৩ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক শেষে এসব জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মাহমুদুল হোসাইন খান। সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতি আসনেই একজন করে রিটার্নিং কর্মকর্তা নিয়োগের বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সভাপতিত্ব করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে গণপ্রতিনিধিত্ব সংশোধনী আইনের খসড়ার পাশাপাশি ভূমি ও ব্যাংক কোম্পানি সংশোধন আইন নিয়ে গুরুত্বপূর্ন আলোচনা হয়।
পরে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব। শুরুতেই জানান, আরপিও সংশোধন প্রসঙ্গে।
আগামীতে প্রতিটি সংসদীয় আসনে একজন করে রিটার্নিং অফিসার নিয়োগের বিষয়ে মন্ত্রিসভা নীতিগত অনুমোদন দিয়েছে বলেও জানান তিনি।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আরো জানান আগামীতে ব্যাংকের পরিচালনা পরিষদে এক পরিবারের ৩ জনের বেশী সদস্য না রাখার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
আগামীতে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতার ক্ষেত্রে প্রার্থীদের শুধু সম্পদের বিবরণী নয়, আগামীতে টিন এবং ইউটিলিটি বিলের পরিশোধিত কপিও দিতে হবে বলেও জানান মন্ত্রি পরিষদ বিভাগের সচিব।