গাজীপুর সিটি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৮টায়। একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। ৪৮০ কেন্দ্রেই ইভিএমে হচ্ছে ভোট। সকাল থেকে দুপুর পর্যন্ত ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টির কথা জানা প্রার্থীরা। কিছু কেন্দ্রে এজেন্ট বের করে দেয়ার অভিযোগ করে শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকার কথা বলেন স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুনের ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। কিছু কিছু কেন্দ্রে ইভিএম বিকল হওয়ার কথাও জানা গেছে।
তৃতীয়বারের মত হচ্ছে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন। সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয় সিটির ৪৮০টি কেন্দ্রে।
বিভিন্ন কেন্দ্রে দেখা যায় ভোটারদের সরব উপস্থিতি। বৃদ্ধ প্রতিবন্ধীরাও এসেছেন ইভিএমে প্রথম ভোট দিতে। কিছুটা বিলম্ব হলেও ভোট দিতে পেরে খুশি তারা।
ভোটের পরিবেশ ভাল বলেও জানান ভোটাররা।
এদিকে, কানাইয়া প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়ে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টির কথা জানান। আর সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, শেষ পর্যন্ত ভোটের মাঠে লড়াই করবেন তিনি।
টঙ্গীর দারুস সালাম মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগ মেয়র প্রার্থী আজমত উল্লাহ খান। এসময় তিনি বলেন, ভোট সুষ্ঠু হচ্ছে, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে; জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি।
টঙ্গীতে ইভিএমে ভোট দিতে গিয়ে বিড়ম্বনার কথা জানান জাতীয় পার্টির মেয়র প্রার্থী এমএম নিয়াজ উদ্দিন।
গাজীপুর সিটির মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬। এরমধ্যে পুরুষ ৫ লাখ ৯২ হাজার ৭৬২, নারী ভোটারের সংখ্যা ৫ লাখ ৮৬ হাজার ৬৯৬। এওছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ১৮ জন।