ভূমধ্যসাগরে নৌকা থেকে ১৩৮৬ জন অভিবাসন প্রত্যাশী উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩
- / ১৬৯৬ বার পড়া হয়েছে
ভূমধ্যসাগরে ডুবন্ত তিনটি মাছ ধরার নৌকা থেকে ১৩৮৬ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে ইতালি। দেশটির কোস্ট গার্ড তাদের উদ্ধার করে দুটি পৃথক বন্দরে নিয়ে যায়।
ইতালির কোস্টগার্ড জানায়, সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে কালাব্রিয়ার কাছে ৩টি অভিবাসী নৌকা আটকে যায়। এর মধ্যে কোস্ট গার্ডের একটি জাহাজ ৫৮৪ জনকে রেগ্গিয়ো কালাব্রিয়াতে নিয়ে যায়। অপর একটি জাহাজ ৪৮৭ জনকে ক্রোতোনে বন্দরে নিয়ে আসে। এছাড়া আরও ২০০ অভিবাসীকে সিসিলি উপকূলের কাছ থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের কাতানিয়ায় নিয়ে যাওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে ইতালি। ৮ মার্চ থেকে ৪ হাজারেরও বেশি মানুষ ইতালিতে প্রবেশ করেছেন। এদিকে, তুরস্ক উপকূলে নৌকাডুবিতে মৃত্যু হয়েছে ৫ অভিবাসনপ্রত্যাশীর। সাগর থেকে ১১ জনকে জীবিত উদ্ধার করেছে তুর্কি কোস্টগার্ড।