ভিসির পদত্যাগের দাবিতে প্রতীকি মরদেহ আর কাফনের কাপড়ে শাহাজালালের শিক্ষার্থীরা

- আপডেট সময় : ০৮:২০:১৯ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়.. শাবিপ্রবি উপাচার্যের পদত্যাগের দাবিতে চতুর্থ দিনের মতো শিক্ষার্থীদের আমরণ অনশন চলছে। অংশগ্রহণকারী বেশিরভাগই এখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। অনশনে থাকা বাকিদেরও স্যালাইন দিয়ে রাখা হয়েছে। এরমাঝেও একদফা দাবিতে অনড় রয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। কাফনের কাপড় পড়ে প্রতিকী মরদেহ সামনে রেখে প্রতিবাদ জানিয়েছে তারা।
প্রচন্ড শীত উপেক্ষা করে চলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়.. শাবিপ্রবি’র শিক্ষার্থীদের আমরন অনশন। চতুর্থ দিনে অনশনে অংশগ্রহণকারী ২৪ জনের মধ্যে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ শিক্ষার্থী। ক্রমেই দুর্বল হয়ে পড়ছে বাকিরা।
এ রকম অবস্থার মধ্যেও দাবিতে অনড় শিক্ষার্থীরা। উপাচার্য পদত্যাগ না করলে অনশন করে মরতেও রাজি তারা।
অনশনে থাকা শিক্ষার্থীদের শরীরে দেখা দিচ্ছে নানা সমস্যা। সবাইকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে।
কাফনের কাপড় পরে ও প্রতিকী মরদেহ নিয়ে ক্যাম্পাসে বসেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
গত বুধবার বেলা তিনটায় শাবিপ্রবি উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশনে বসেন ২৪ শিক্ষার্থী।