ভিসির পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের কর্মসুচি শুরু করেছে শিক্ষার্থীরা
- আপডেট সময় : ০২:২৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
- / ১৫৩২ বার পড়া হয়েছে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ এর পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের কর্মসুচি শুরু করেছে শিক্ষার্থীরা। সকালে ক্যাম্পাসের গোল চত্বরে জরো হয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছে শিক্ষার্থীরা।
আজও শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দিয়েছে তারা। গত রোববার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে উপাচার্যের পদত্যাগের দাবিতে গতকাল উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয় বন্ধ ও হল ছাড়ার নির্দেশনা উপেক্ষা করে ক্যাম্পাসে অবস্থান নেয় শিক্ষার্থীরা। তারা জানান, উপাচার্যের মদদে শিক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এছাড়া প্রক্টোরিয়াল কমিটি ও ছাত্র উপদেষ্টার ও পদত্যাগও দাবি করে তারা। এছাড়া, ক্যাম্পাস বন্ধ ও হল ছাড়ার ঘোষণা প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা। এদিকে, সকাল থেকে বিশ্ব বিদ্যালয়ের প্রধান ফটকে অতিরিক্ত আর্মড পুলিশ মোতায়েন করা হয়েছে।