ভিসা নীতি নিয়ে ভাবছে না নির্বাচন কমিশন : মো.আনিছুর রহমান
- আপডেট সময় : ০৬:৫৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৬৪ বার পড়া হয়েছে
ভিসা নীতি নিয়ে ভাবছে না নির্বাচন কমিশন। ভিসা নীতি সরকারের বিষয়। সংবিধান অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নভেম্বরে আর জানুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো.আনিছুর রহমান।
দুপুরে গাজীপুরের শ্রীপুরে কয়েকটি ধাপে ২ লাখ ৮৫ হাজার ভোটারের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে গণমাধ্যমকে একথা জানান নির্বাচন কমিশনার। এছাড়াও তিনি বলেন, বিএনপির সাথে সংলাপের আর সুযোগ নেই। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য আলোচনার পথ খোলা রয়েছে। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আবুল ফাতেহ মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ.কে.এম হুমায়ূন কবির, স্মার্ট জাতীয় পরিচয়পত্রের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান শামসুল আলম প্রধান ও উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলামসহ আরো অনেকে। ৫ম ধাপে শ্রীপুর উপজেলায় স্মার্ট পরিচয়পত্র বিতরণ করা হয়। এরপর কাপাসিয়া উপজেলায় স্মার্ট কার্ড বিতরন করবে ইসি।