ভিসা নীতিতে কোন বাহিনী, দল কিংবা গোষ্ঠির কথা আমেরিকা উল্লেখ করেনি : আসাদুজ্জামান খান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৭৮ বার পড়া হয়েছে
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভিসা নীতিতে কোন বাহিনী, দল কিংবা গোষ্ঠির কথা আমেরিকা উল্লেখ করেনি।
তারা নিয়মিত ভাবেই সকলকে ভিসা দেননা। এটা তাদের নিজস্ব ব্যাপার। এ নিয়ে সরকার কিংবা আইনশৃঙ্খলা বাহিনী উদ্বিগ্ন নয়। বর্তমান সময় ও নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনী তাদের কার্যক্রম স্বাভাবিকভাবেই পরিচালনা করবে। দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলার শিবপুর পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধন শেষে এসব কথা বলেন মন্ত্রী। এসময় খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমজদার, সংসদ সদস্য শহিদুজ্জামানা সরকার, পুলিশ সুপার রাশিদুল হকসহউপস্থিত অনেকেই উপস্থিত ছিলেন।