ভাসানটেকে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪
- / ১৬৬৭ বার পড়া হয়েছে
ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর ভাসানটেকের এক বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। ভোর তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
শুক্রবার ভোর চারটার দিকে নতুন বাজার কালভার্ট রোডের পশ্চিম ভাসানটেকের এক বাসার নিচতলার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলিন্ডারের লাইনে লিকেজ থাকায়, কয়েল জ্বালাতে গিয়ে আগুন ধরে বিস্ফোরণ ঘটে।
অসাবধানতার কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের পর্যবেক্ষণে রাখা হয়েছে।