ভালো নেই রানা প্লাজা ধসে আহত শ্রমিকরা
- আপডেট সময় : ১১:০৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
- / ১৬২৮ বার পড়া হয়েছে
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ভবন ধ্বসে ১ হাজার ১৭৫ জন শ্রমিক নিহত হয়। সেই বিভীষিকাময় স্মৃতি আজও তাড়া করে বেড়ায় বেঁচে থাকা শত শত শ্রমিককে। এসব শ্রমিকেরা শরীরের ক্ষত আর অভাবের পিছুটান বয়ে বেড়াচ্ছেন দীর্ঘ ১১ বছর ধরে। ট্রাজেডিতে আহত শ্রমিকদের পুনর্বাসনের দাবি শ্রমিক নেতাদের।
শিলা বেগম। দু’বছরের কন্যা সন্তানকে বরিশাল রেখে ভাগ্যে বদলের আশায় সাভারে এসে চাকরি নিয়েছিলেন। রানা প্লাজারের ছয় তলায়, ইথার টেক্স লিমিটেড কারখানায়। গার্মেন্টসে কাজ করে ভালো থাকার যে স্বপ্ন দেখেছিলেন। ২০১৩ সালের ২৪ এপ্রিল সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়তার। দীর্ঘ ১১টি বছর ধরে অসহ্য যন্ত্রণা বয়ে বেড়ানোর পর শিলা বেগমের নতুন যন্ত্রণার নাম টিউমার।
নিলুফা বেগম। কাজ করতেন রানা প্লাজার ভবনের ৫তলায়। দুর্ঘটনার পর কিছু ক্ষতিপূরণ পেলেও বর্তমানে চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে ঋণে জর্জরিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি। রানা প্লাজার দুর্ঘটনায় আহত অন্য শ্রমিকরা নিজেদের অসহায়ত্বের বর্ণনা দিয়েছেন।
রানা প্লাজা দুর্ঘটনার ১১ বছরে এসেও আহত শ্রমিকদের ক্ষতিপূরণ, চিকিৎসা ও পূনর্বাসনের দাবি করছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।
এ সময় আহত হয় দুই হাজারেরও বেশি মানুষ। যা বিশ্বের ইতিহাসে ৩য় বৃহত্তম শিল্প দুর্ঘটনা হিসেবে বিবেচিত হয়েছে।