ভালোবাসি ময়না নতুন গান নিয়ে যে বার্তা দিলেন এ আর পলাশ

- আপডেট সময় : ০২:৫৬:২৬ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
- / ১৫২৫ বার পড়া হয়েছে
জনপ্রিয় প্রবাসী কণ্ঠশিল্পী আনিসুর রহমান পলাশ প্রবাসে থেকেও সংগীত কে ভালোবেসে একের পর এক ভালবাসার গান উপহার দিয়ে যাচ্ছে, সম্প্রতি আসছে আনিছুর রহমান পলাশের ভালবাসার গান, ভালোবাসি ময়না শিরোনামে আসছে। এই গানের ব্যাপারে আনিছুর রহমান পলাশ বলেন, প্রিয় ভালোবাসার মানুষ ময়নার জন্য গানটি করেছি,ময়না কে নিয়ে অনেক সপ্ন আমার,অনেক ভালোবাসি তাকে,মনের কথা গুলো এই গানে সুরে সুরে গাওয়ার চেষ্টা করেছি,আশা করি সবার ভালো লাগবে।ইতিমধ্যে গানের কাজ সম্পন্ন হয়েছে।
গানটির কথা ও সুর আনিছুর রহমান পলাশ নিজেই ,খুব শীঘ্রই রংধনু স্টুডিও থেকে গানটি রিলিজ হবে,সবকিছু ঠিক থাকলে ঈদের আগেই গানটি রিলিজ হবে, এ আর পলাশ ইউটিউব চ্যানেল থেকে গানটি রিলিজ হবে, গানটির সংগীত পরিচালক দেবাশীষ দেবু।ভিডিও ডিরেক্টর ছিলেন, সাগর আহমেদ গত শুক্রবার জেদ্দা র একটি কনফারেন্স হলে ভালোবাসি ময়না গানটির পোস্টার উন্মোচন কালে তিনি এ কথা বলেন,একসময় বিভিন্ন গণমাধ্যম কর্মী, ও বিশিষ্ট ব্যবসায়ী উপস্থিত ছিলেন, সার্বিকভাবে সহযোগিতা করেছেন নোয়াব গ্রুপ ও সবুজ বাংলা রেস্টুরেন্ট মক্কা ।এছাড়াও তিনি বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এস এ টিভি র সিনিয়র রিপোর্টার,এবং জাতীয় দৈনিক জরেজমিন বার্তার স্টাফ রিপোর্টার ও হাওর বার্তা র নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।