ভারত স্লুইস গেইট খুলে দেয়ায় তিস্তার পানি বিপদসীমার উপরে

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
- / ১৫০৪ বার পড়া হয়েছে
উজানের ভারী বৃষ্টির পর ভারত গজলডোবা ব্যারেজের সব গেইট খুলে দেয়ার কুড়িগ্রামে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে । এদিকে, লালমনিরহাটে তিস্তার পানি এখন প্রবাহিত হচ্ছে ৪০ সে.মি. উপর দিয়ে। তুলে নেয়া হয়েছে রেড অ্যালার্ট।
তলিয়ে গেছে কুড়িগ্রামের নদীর অববাহিকার চরাঞ্চলের ঘর-বাড়িসহ ফসলী জমি। পানির তীব্র স্রোতে বিভিন্ন পয়েন্টে শুরু হয়েছে ভাঙ্গন। ভাঙ্গন কবলিত এলাকাগুলোতে জরুরী ভিত্তিতে বালি ভর্তি জিওব্যাগ ফেলে ভাঙ্গন রোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, তিস্তার পানি বৃদ্ধিতে ভাঙ্গন প্রবণ এলাকাগুলোতে জরুরী ভিত্তিতে কাজ করা হচ্ছে। তবে আগামী ২৪ ঘন্টার মধ্যে পানি কমতে শুরু করবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল্ল্যাহ আল মামুন।