ভারত সফর প্রধানমন্ত্রী দেশের জন্য কি এনেছেন? : মির্জা ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫২:২৬ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
- / ১৭৫৯ বার পড়া হয়েছে
ভারত সফর প্রধানমন্ত্রী দেশের জন্য কি এনেছেন? এই প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জয়পুরে প্রধানমন্ত্রীর নৃত্যগীত নিয়ে সরকারের সমালোচনা করে তিনি।
হারুন -অর-রশিদের ‘রাজনীতি পূর্ব পাকিস্তান ও বাংলাদেশ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ফখরুল আরও বলেন, দেশের ন্যায় বিচার থেকে শুরু করে সব কিছুকে দুনীতির আখড়ায় পরিণত করেছে আওয়ামী লীগ।
রাষ্ট্রের এই অবস্থার জন্য দায়ী সরকার। লুটপাটের রাজত্ব কায়েম করতে এই অবস্থা সৃষ্টি হয়েছে।
গণতান্ত্রিক রাষ্ট্রে গুলি, হামলা ও মামলা করে জনগণকে প্রতিহত করা যাবে না।
দেশের মানুষ রুখে দাড়াছে গণতন্ত্র ফিরে আনতে। সাধারণ মানুষের সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।