ভারত, রাশিয়া, মিয়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে খাদ্য আমদানির নির্দেশ প্রধানমন্ত্রীর

- আপডেট সময় : ০৭:৪২:০৮ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৫০৮ বার পড়া হয়েছে
দেশে খাদ্য ঘাটতি সমাধানে ভারত, রাশিয়া, মিয়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে খাদ্য আমদানির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, অফিসের নতুন সময়সূচি কঠোরভাবে মানতে আবারও নির্দেশনা দেয়া হয়েছে।
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক।
বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, দেশে ঘাটতি ঠেকাতে অতিরিক্ত খাদ্য আমদানির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। রাশিয়া থেকে আমদানি করলেও কোন অসুবিধা নেই।
ওএমএস এবং খাদ্যবান্ধব কর্মসূচির ফলে চালের দাম কেজিতে চার থেকে পাঁচ টাকা কমেছে। এই কর্মসূচি আরও তিন মাস চালানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।
অফিসের নতুন সময়সূচি যথাযথভাবে মানতে আবারও নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান খন্দকার আনোয়ারুল ইসলাম।