ভারত যুক্তরাষ্ট্রকে কিছু বলে থাকলে তা সবার জন্যই ভালো হবে : পররাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ১০:০৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
- / ১৭০২ বার পড়া হয়েছে
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য ভারত যুক্তরাষ্ট্রকে কিছু বলে থাকলে তা সবার জন্যই ভালো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সম্মেলনে যোগ দিতে আগামী ২২ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা ত্যাগ করবেন বলে জানানো হয়।
প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদান উপলক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভা কক্ষে ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, দেশের অর্থনীতি ও উন্নতিতে ব্রিকস এর ভূমিকা তুলে ধরেন।
সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীর সাথে চীন ও ভারতের সরকার প্রধানের বৈঠকের সম্ভবনা রয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য যদি যুক্তরাষ্ট্রকে কিছু বলে থাকে, তাহলে সেটি সবার জন্য ভালো হবে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো ইস্যুতে এ কে আব্দুল মোমেন বলেন, কোন দেশে দণ্ডপ্রাপ্ত বন্দিদের চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নজির নেই।