তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভারত-বাংলাদেশ মৈত্রী রক্তের বন্ধনে আবদ্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এ বন্ধন আরো দৃঢ় হয়েছে। আর ভারতের বিদায়ী হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।
সকালে সচিবালয়ে ভারতের বিদায়ী হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তারা এসব কথা বলেন। তথ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী সফরে অনেকগুলো অর্জন আছে যেমন, কুশিয়ারা নদীর পানি আমাদের পক্ষে বন্টন, ভারতের স্থলভাগের ওপর দিয়ে তৃতীয় দেশে বাংলাদেশের আমদানি-রপ্তানি সুবিধা বড় অর্জন। আর ভারতের বিদায়ী হাইকমিশনার দোরাইস্বামী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফর ছিল অত্যন্ত ফলপ্রসূ। অনেকগুলো বিষয়ে আলোচনা হয়েছে, সমঝোতা হয়েছে, দু’দেশের তথ্য ও সম্প্রচার ক্ষেত্রে চুক্তি হয়েছে। এই সম্পর্ক দৃঢ় থেকে দৃঢ়তর হবে বলে তিনি আশা করেন।