ভারত ফারাক্কা বাঁধ দেওয়ার পর দেশে ইলিশ উৎপাদন কমে গিয়ে দাম বেড়েছে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪১:১১ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
- / ১৭২৩ বার পড়া হয়েছে
ভারতে ইলিশ রপ্তানির পক্ষে নয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। তবে রপ্তানির সিদ্ধান্ত বাণিজ্য মন্ত্রণালয়ের। একথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
সচিবালয়ে তিনি বলেন, ভারত ফারাক্কা বাঁধ দেয়ার পর থেকেই বাংলাদেশে ইলিশ উৎপাদন কমে গিয়ে অস্বাভাবিক দাম বেড়েছে। উপদেষ্টা বলেন, রপ্তানির খবরে দেশে দাম বাড়া ঠিক নয়। আর ইলিশ মাছ দুর্গা পূজার সঙ্গেও সম্পর্কিত নয়। পদ্মা নদীতে চর পড়ায় এবং সাগর-মোহনায় লবণাক্ততা বাড়ায় মা ইলিশ আর আগের মতো নদীতে ডিম ছাড়তে আসতে পারে না বলে জানান ফরিদা আখতার। তিনি আরো বলেন, ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সারাদেশে ইলিশ শিকার বন্ধ থাকবে।