ভারত পাশে ছিল বলেই নির্বাচন নিয়ে অশুভ খেলা হয়নি : কাদের
- আপডেট সময় : ০৮:০৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪
- / ১৬৪৬ বার পড়া হয়েছে
ভারত আওয়ামী লীগের পাশে ছিল বলেই নির্বাচন নিয়ে বড় বড় দেশের অশুভ পাঁয়তারা বন্ধ করা গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি বলেন, তিক্ততার মাধ্যমে ভারতের কাছ থেকে তিস্তাসহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের স্বার্থ আদায় করা সম্ভব নয়। এসময় ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই এগিয়ে যাবে ভারত-বাংলাদেশ সম্পর্ক।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন ।
রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে এ সম্মেলন উদ্বোধন করেন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। পরে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা।
দিনব্যাপী এ সম্মেলনের প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা।
আনুষ্ঠানিক বক্তব্যে ভারতীয় হাইকমিশনার বলেন, বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের চেয়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক আলাদা। কারণ উভয় দেশের জনগণের আত্মত্যাগের মধ্যে দিয়ে সৃষ্টি হয়েছে বাংলাদেশ।
আর প্রধান অতিথির বক্তব্যে সেতুমন্ত্রী বলেন, ভারত-বাংলাদেশের পাশে থাকায় অনেক ক্ষমতাসীন রাষ্ট্রের অশুভ তৎপরতা বন্ধ হয়েছে।
বাংলাদেশে ভারত বিরোধী প্রচারণার বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
যারা সংখ্যালঘু নির্যাতনকারি তারা রাজনীতিবিদ নয়, দুর্বৃত্ত বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।