ভারত থেকে আমদানি করা পেঁয়াজ ৪০ টাকা কেজি দরে বিক্রি শুরু

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪
- / ১৮৭০ বার পড়া হয়েছে
ভারত থেকে আমদানি করা প্রথম লটের পেঁয়াজ ৪০ টাকা কেজি দরে বিক্রি শুরু। প্রতিজন ভোক্তা সর্বোচ্চ আড়াই কেজি পেঁয়াজ কিনতে পারবেন এই দামে।
সকালে, কাওরানবাজার টিসিবি ভবনের সুলভ মূল্যে পেঁয়াজ বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সুলভ মূল্যের হলেও পেঁয়াজের মান নিয়ে কোন প্রশ্ন আসবে না বলে জানান মন্ত্রী। বলেন , আমদানির ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ পর্যায়ক্রমে ভারত থেকে আসবে। কৃষকরা যাতে নায্যমূল্য পায় এবং ভোক্তারাও যাতে সুলভ মূল্যে পণ্য কিনতে পারে সেভাবেই কাজ করছে সরকার বলেন আহসানুল ইসলাম টিটু।