ভারত থেকে আমদানির খবরে কমতে শুরু করেছে কাঁচা মরিচের দাম
- আপডেট সময় : ০৫:৪১:৪০ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩
- / ১৬৮৭ বার পড়া হয়েছে
ভারত থেকে আমদানির খবরে কমতে শুরু করেছে কাঁচা মরিচের দাম। আমদানী প্রক্রিয়া শুরুতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে পৌঁছেছে ৬ ট্রাক কাঁচা মরিচ। এদিকে, সরবরাহ বৃদ্ধিতে ঝিনাইদহসহ দেশের বিভিন্ন জেলায় কমেছে কাঁচা মরিচের দাম। তবুও নাভিশ্বাস ক্রেতাদের।
হিলির বাজারে আজ কেজিতে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। একদিন আগেও তা বিক্রি হয়েছে ৫০০ টাকার ওপরে। এদিকে দিনাজপুরের বিভিন্ন বাজারে গতকাল কাঁচা মরিচ কেজি প্রতি বিক্রি হয় ১২শ’ টাকায়। এছাড়া বিভিন্ন জেলায় কোথাও ৮শ’ টাকা কোথাও বা হাজার টাকা কেজিতে বিক্রি হচ্ছে মরিচ। সকালে ঝিনাইদহের নতুন হাটখোলা, পুরাতন হাটখোলা বাজারসহ বিভিন্ন উপজেলায় পাইকারি ৫’শ থেকে সাড়ে ৫’শ ও খুচরা পর্যায়ে ৬’শ টাকা কেজি দরে কিনতে হচ্ছে মরিচ। ব্যবসায়ীরা বলছেন, মরিচের উৎপাদন কম হওয়ার সরবরাহ কমে দাম এখন নাগালের বাইরে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এপ্রিল ও মে মাসে খরার পর হঠাৎ অতিবৃষ্টিতে বেশির ভাগ মরিচগাছ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। টানা বৃষ্টিতে মরিচ সংগ্রহের কাজটি কঠিন হয়ে পড়েছে। ফলে দাম বেড়েছে পণ্যটির।