ভারতে ভাদু শেখ হত্যার জেরে প্রতিপক্ষের দেয়া আগুনে পুড়ে অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
ভারতের পশ্চিমবঙ্গে বীরভূম জেলার বাগুতির গ্রাম-পঞ্চায়েতের উপপ্রধান– ভাদু শেখ হত্যার জেরে গতরাতে প্রতিপক্ষের দেয়া আগুনে পুড়ে অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন।
এর আগে তৃণমূল কংগ্রেসের জনপ্রিয় নেতা ভাদু শেখের ওপর বোমা হামলা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তির পর মারা যায় সে। ভাদু শেখ হত্যার পর তাঁর সমর্থকরা বিরোধী পক্ষের বাড়িতে অগ্নিসংযোগ করে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, গতরাতে প্রায় এক ডজন বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। ঘটনাস্থল থেকে, আগুনে ঝলসে যাওয়া ১০টি মরদেহ উদ্ধার করার কথা জানিয়েছেন তারা। আগুনে পুড়ে মারা যাওয়াদের পরিচয় শনাক্ত করা যায়নি।























