ভারতে পালিয়ে যাওয়ার সময় যুবলীগ সভাপতি আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
- / ২১৯৬ বার পড়া হয়েছে
ভারতে পালিয়ে যাওয়ার সময় ভোলার বোরহানউদ্দিন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ সভাপতি তাজউদ্দীনকে আটক করেছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিজিবি।
সকালে বেনাপোল ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়। আটক তাজউদ্দিন ভোলার সদর থানার বিস্ফোরক মামলার আসামি। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি ইমতিয়াজ ভূঁইয়া ও বেনাপোল আইসিপি ক্যাম্পের কামান্ডার নায়েব সুবেদার ফরিদ উদ্দিন জানান, ভোলার বিস্ফোরক মামলার এজাহার ভুক্ত এক আসামি তাজউদ্দিন বেনাপোল দিয়ে ভারতে পালিয়ে যাচ্ছে, এমন খবরে বেনাপোল ইমিগ্রেশনে নজরদারি বাড়ানো হয়। এসময় ওই আসামি পাসপোর্টে এক্সিট সিল মারার জন্য ইমিগ্রেশন অফিসারের কাছে গেলে তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। এসময় তাকে আটক করা হয়।