ভারতের উত্তরাখন্ডে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস খাদে পরে অন্তত ২২ জন নিহত হয়েছে।
গতকাল ২৮ যাত্রী নিয়ে মধ্য প্রদেশের পান্না জেলা থেকে বাসটি যমুনোত্রী যাওয়ার পথে উত্তরাকাশি জেলার দামতার কাছে খাদে পড়ে যায়। নিহত ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ৬ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। ওই ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে এক টুইট বার্তায় বলেছেন, রাজ্য সরকারের তত্ত্বাবধানে স্থানীয় প্রশাসন সহায়তায় জন্য নিযুক্ত রয়েছে।