ভারতে অনুপ্রবেশকারী মনে করে নিজ দেশের ১৪ গ্রামবাসীকে গুলি করে হত্যা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
- / ১৬১৪ বার পড়া হয়েছে
ভারতের নাগাল্যান্ডে অনুপ্রবেশকারী মনে করে নিজ দেশের ১৪ গ্রামবাসীকে গুলি করে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় এক ভারতীয় জওয়ানও নিহত হয়। গতকাল গভীর রাতে নাগাল্যন্ডের মন জেলার ওটিং গ্রামে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি তারা আত্মরক্ষার জন্য গুলি চালায়। এ সময় গ্রামবাসী পুলিশের কয়েকটি গাড়িও পুড়িয়ে দেয়। নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও এই ঘটনাকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। ঘটনার তদন্তে উচ্চ পর্যায়ের বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। অন্যদিকে এ ঘটনায় শোক প্রকাশ করে ট্যুইট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ট্যুইটে তিনি বলেন,সরকার এ ঘটনার তদন্ত করবে।