ভারতের সাথে মুখ দেখা-দেখি বন্ধ করলে বন্ধ হয়ে যাবে ব্যবসা-বাণিজ্য : কাদের
- আপডেট সময় : ০১:৩৮:২৭ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩
- / ১৬২৩ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজশাহীতে বিএনপির নেতার শেখ হাসিনাকে হত্যার হুমকির বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত নিন্দা জানালেও নির্বিকার বিএনপির মহাসচিব। শেখ হাসিনাকে হত্যার মধ্য দিয়ে বিএনপি নিজেদের একদফা বাস্তবায়ন করতে চাই কিনা, এমন প্রশ্ন রেখে নির্বাচনে বাধা এলে প্রতিহত করার হুঁশিয়ারি দেন তিনি।
রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে বারৈয়ারহাট-হেঁয়াকো-রামগড় সড়ক প্রশস্তকরণ প্রকল্পের গ্রাউন্ড ব্রেকিং কাজের ভার্চুয়ালী উদ্বোধনী অনুষ্ঠান শেষে এসব কথা বলেন ওবায়দুল কাদের। এসময় ভারতের সাথে মুখ দেখাদেখি বন্ধ করলে বাংলাদেশ সামনের দিকে এগোতে পারবে না বলেও মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এছাড়া গাজীপুরের নির্বাচনে নির্বাচন কমিশন নিয়ে সমালোচনা করতে হলে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানান তিনি। অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।