ভারতের সমর্থন ছাড়া ক্ষমতায় থাকতে পারবে না আওয়ামী লীগ : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৬:৪২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৭৯ বার পড়া হয়েছে
ভারতের সমর্থন ছাড়া আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।অনির্বাচিত সরকার প্রধানকে ভারত সরকার যত তুচ্ছতার সাথেই অভ্যর্থনা দিক, এতে তাদের সম্মানহানি হয় না বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন মির্জা ফখরুল । তিনি বলেন, গণতন্ত্র হত্যাকারী সরকারের সমর্থনে গণতান্ত্রিক বিশ্ব থাকবে না।
শেরে-বাংলা নগরে স্বেচ্ছাসেবকদলের নবগঠিত কমিটির নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কথা বলেন তিনি । জানান, আগামী নির্বাচনে জয়ী হতে ভারতের সমর্থন চাইতে পারেন প্রধানমন্ত্রী।
মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকার জনগণের দ্বারা নির্বাচিত না বলেই বর্হিবিশ্বে দেশের স্বার্থ রক্ষা দুরূহ হয়ে পড়েছে ।
নির্বাচন কমিশনের বেআইনি গঠনপ্রক্রিয়া দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
তাই বিএনপি জনগনের সরকার প্রতিষ্ঠার আন্দোলন এগিয়ে নেবে বলেও জানান মির্জা ফখরুল।