ভারতের রাজধানী দিল্লির উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯
- আপডেট সময় : ০২:৫৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
ভারতের রাজধানী দিল্লির উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে।
বৃহস্পতিবার স্থানীয় নর্দমায় ইন্টেলিজেন্স ব্যুরোর এক কর্মকর্তার মরদেহ খুঁজে পাওয়া গেছে। তবে মঙ্গলবার রাতের পর বড় ধরনের সহিংসতার কোনো খবর পাওয়া যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, পরিস্থিতি ধীরে-ধীরে স্বাভাবিক হতে যাচ্ছে। সহিংসতার ঘটনায় এ পর্যন্ত ৪৮টি এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। পরিস্থিতি কতটা শান্ত তা পর্যালোচনার জন্য ১০ ঘণ্টার জন্য ১৪৪ ধারা শিথিল করা হয়েছে। এদিকে, এক বিবৃতি ভারতের সহিংসতার নিন্দা জানিয়েছে ৫৪টি মুসলিম রাষ্ট্রের সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কর্পোরেশন। তবে এর প্রতিবাদ জানিয়েছে ভারত। অন্যদিকে, দিল্লিতে সাম্প্রদায়িক সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। আর দিল্লির সহিংসতার জন্য ভারত সরকারের তীব্র সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান।