ভারতের মণিপুর রাজ্যে ভয়াবহ বোমা বিস্ফোরণে এক শিশুসহ ২ জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬১৬ বার পড়া হয়েছে
বিধানসভা নির্বাচনের দুদিন আগে গতকাল ভারতের মণিপুর রাজ্যে ভয়াবহ বোমা বিস্ফোরণে এক শিশুসহ ২ জন নিহত হয়েছে। আহত হন আরো ৫ জন।
গতকাল রাতে মণিপুর রাজ্যের চুরাচাঁদপুর জেলার একটি বাড়িতে বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশ। জেলা পুলিশ সুপারের দাবি, নির্বাচন বানচালের উদ্দেশেই ওই বাড়িতে বোমা রাখা হয়। ঘটনাস্থলে কিছু স্প্লিন্টার ও শেলের অংশ উদ্ধার উদ্ধার করেছে পুলিশ। বিএসএফের ফায়ারিং রেঞ্জ এলাকায় এ ঘটনা ঘিরে দানা বেঁধেছে নানা প্রশ্ন। বিস্ফোরণের পর গুরুতর আহত অবস্থায় ৭ জনকে হাসপাতালে নেয়ার পর দুজন মারা যায়। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানায়, পুলিশ।